নাহিদ হাসান ২রা অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা খায়রুল আলম বকুল এবং মাতা রোমানা আক্তার। তিন ভাইয়ের মাঝে তিনি মেজো। তার বাবা ছিলেন শিক্ষানুরাগী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং মা শিক্ষিকা। ছেলেবেলা থেকেই তার ছবি আঁকা, লেখালেখি, চলচ্... See More
নাহিদ হাসান ২রা অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা খায়রুল আলম বকুল এবং মাতা রোমানা আক্তার। তিন ভাইয়ের মাঝে তিনি মেজো। তার বাবা ছিলেন শিক্ষানুরাগী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং মা শিক্ষিকা। ছেলেবেলা থেকেই তার ছবি আঁকা, লেখালেখি, চলচ্চিত্র নির্মাণ, রাজনীতি ও শিক্ষকতার প্রতি ছিল অগাধ আগ্রহ। নাহিদ হাসান বশির উদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (তৎকালীন BIFT) থেকে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি ফিল্ম মেকিং এবং ল' নিয়েও পড়াশোনা করেন। ২০১১ সালে “দা ক্রিয়েটর'স ফিল্মস” প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে “দা ক্রিয়েটর'স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুল (TCFFTS)” নামে অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। ছাত্রজীবন থেকেই তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। See Less
Delete confirmation message