ডেল-কার্নেগী

ডেল কার্নেগীll

ডেল ব্রেকেনরিজ কার্নেগি (ইংরেজি: Dale Breckenridge Carnegie); (কার্নাগি ছিলেন ১৯২২ সাল পর্যন্ত); (জন্ম: নভেম্বর ২৪, ১৮৮৮ – মৃত্যু: নভেম্বর ১, ১৯৫৫) ছিলেন একজন মার্কিন লেখক, অধ্যাপক ও একাধারে বিখ্যাত আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: সেফ-ইম্প্রুভমেন...

ডেল ব্রেকেনরিজ কার্নেগি (ইংরেজি: Dale Breckenridge Carnegie); (কার্নাগি ছিলেন ১৯২২ সাল পর্যন্ত); (জন্ম: নভেম্বর ২৪, ১৮৮৮ – মৃত্যু: নভেম্বর ১, ১৯৫৫) ছিলেন একজন মার্কিন লেখক, অধ্যাপক ও একাধারে বিখ্যাত আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: সেফ-ইম্প্রুভমেন্ট, সেল্‌সম্যানশিপ, করপরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও আন্তঃব্যক্তিক দক্ষতা-এর উদ্ভাবক। তিনি দরিদ্র মিজুরি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস (১৯৩৬ সালে প্রকাশিত) বইয়ের লেখক, যা আজও জনপ্রিয় কাটতি-সেরার মর্যাদা পায়, বইটি ১৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। তিনি ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ অওরিং অ্যান্ড স্টার্ট লিভিং, লিঙ্কন দ্য আননোন এবং আরো অনেক বইয়েরও লেখক।