জয়া-চ্যাটার্জী

জয়া চ্যাটার্জীll

জয়া চ্যাটার্জি (পি এইচ ডি) বেশ কিছুদিন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ অ উল্‌ফসন কলেজে যথাক্রমে ফেলো ও সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি লণ্ডন স্কুল অব ইকনমিক্‌সে আন্তর্জাতিক ইতিহাস বিষয়ে লেকচারররূপে কর্মরত। ১৯৯৪ সালে...

জয়া চ্যাটার্জি (পি এইচ ডি) বেশ কিছুদিন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ অ উল্‌ফসন কলেজে যথাক্রমে ফেলো ও সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি লণ্ডন স্কুল অব ইকনমিক্‌সে আন্তর্জাতিক ইতিহাস বিষয়ে লেকচারররূপে কর্মরত। ১৯৯৪ সালে ইংরেজিতে রচিত বেঙ্গল ডিভাইডেড গবেষণা গ্রন্থতি ছাড়াও তিনি ১৯৪৭ সালের বাঙলা বিভাগের উপর প্রচুর গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। বর্তমানে বাঙলা বিভাগের অন্তর্নিহিত তাৎপর্য ও পরিণতি নিয়ে একটি মনোগ্রাফ রচনায় প্রবৃত্ত আছেন। পূর্ববঙ্গের শরণার্থীদের বিষয়ে তাঁর গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁকে ম্যাকআর্থার ফাউন্ডেশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।