জাকির-হোসেন

জাকির হোসেনll

জাকির হোসাইন গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছেন কম্পিউটার সায়েন্সের ওপর। বর্তমানে ফ্রিল্যান্স সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কাজ করেছেন মেশিন লার্নিং সম্পর্কিত কয়েকটি প্রজেক্টে। কাজের পাশাপাশি লেখালিখি ও ঘোরাঘুরি কর...

জাকির হোসাইন গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছেন কম্পিউটার সায়েন্সের ওপর। বর্তমানে ফ্রিল্যান্স সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কাজ করেছেন মেশিন লার্নিং সম্পর্কিত কয়েকটি প্রজেক্টে। কাজের পাশাপাশি লেখালিখি ও ঘোরাঘুরি করতে পছন্দ করেন। প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা পাওয়া যাবে তার নিজস্ব ব্লগ https://jakir.me-এ। পাইথন প্রোগ্রামিং 3.10 বইটি ছাড়াও আদর্শ থেকে লেখকের আরেকটি বই প্রকাশিত হয়েছে সি প্রোগ্রামিং নিয়ে।

35% Off
সেই ছেলেটি